মিয়ানমার থেকে দেশে ফিরছে ৪৬ বাংলাদেশি 

নিজস্ব প্রতিবেদক জুন ২৪, ২০২০, ০৭:৫০ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনায় মিয়ানমারে আটকে পড়া ৪৬ বাংলাদেশি কাল দেশে ফেরার কথা রয়েছে। একই দিনে ঢাকা থেকে মিয়ানমারে ফিরে যাচ্ছেন সেদেশের ১৫ জন নাগরিক।

বুধবার (২৪ জুন) ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মিয়ানমারে আটকে পড়া ৪৬ জন বাংলাদেশি নাগরিক কেবিজেড এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরবেন। তবে ইয়াঙ্গুন থেকে ফেরত আসার সময় বাংলাদেশিদের স্বাস্থ্য সনদ নিতে হবে। ঢাকায় আসার পরে একই বিমানে মিয়ানমারে ফিরে যাবেন দেশটির ১৫ জন নাগরিক।

এর আগে মিয়ানমার থেকে গত ৬ মে আটকে পড়া ৪৩ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরে আসেন। সে সময় বাংলাদেশে আটকে পড়া ৩৮ জন মিয়ানমারের নাগরিক ফিরে যান। এবার দ্বিতীয়বারের মতো বিশেষ ফ্লাইট ঢাকায় আসছে।

আগামীনিউজ/ইমরান/এমআর