জেদ্দায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে আ. ফোরাম

নিজস্ব প্রতিবেদক মে ২১, ২০২০, ০২:০৫ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য চলছে লকডাউন, পাশাপাশি কারফিউ বলবৎ থাকায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কর্মহীন হয়ে পড়েছেন। ইতিমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে (২০ মে পর্যন্ত) ১১১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দাসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনগুলোর উদ্যোগে ক্ষতিগ্রস্ত এসব প্রবাসীদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছে। যদিও প্রয়োজনের তুলনায় এর পরিমাণ খুবই কম। তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো জেদ্দাস্থ আওয়ামী ফোরামের ১১ সংগঠনের পক্ষ হইতে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আগামীনিউজ/মিজান