নিউইয়র্কে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

আগামী নিউজ ডেস্ক মার্চ ১৭, ২০২০, ০১:০১ পিএম

ঢাকা : জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সোমবার (১৬ মার্চ) রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে করোনা ভাইরাসে বঙ্গবন্ধুর জন্মদিন পালন কর্মসূচির উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। 

এসময়ে ‘বঙ্গবন্ধুর আত্মজীবনী’ ও ‌'কারাগারের রোজনামচা’ বই বিতরণ করা হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে জন্মদিন উদযাপনের আয়োজন সীমিত করা হয়েছে।  আজকে কম আয়োজনে জাতির পিতাকে স্মরণ করছি। করোনাভাইরাস চলে গেলে ব্যাপক আয়োজনে এ অনুষ্ঠান করা হবে। 

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ও মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাখাওয়াত বিশ্বাস প্রমুখ।

আগামীনিউজ/হাসি