সংঘর্ষের ঘটনা প্রত্যাশিত নয় : ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৬, ২০২০, ০৫:১৩ পিএম

ঢাকা : নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনা প্রত্যাশিত নয় বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুর সোয়া তিনটার দিকে রাজধানীর গোপীবাগে ইশরাক হোসেনের বাসায় তার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

এর আগে বেলা ১টার দিকে গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রচারণা চালানোর সময় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রার্থী ইশরাকসহ একাধিক সাংবাদিক এবং বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ ঘটনার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্ট জানান, নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনা প্রত্যাশতি নয়। আমরা আশা করি ঢাকা দুই সিটি নির্বাচন সুষ্ঠু হবে। এর আগে দুপুর দুইটা ৪০ মিনিটে ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় আসেন রবার্ট চ্যাটার্টন ডিকসন।

রবার্ট চ্যাটার্টন বলেন, ‘আমি সকল মেয়র প্রার্থীদের সাথে দেখা করছি। তারই অংশ হিসেবে আজ বিএনপির প্রার্থীর সাথে দেখা করতে এসেছি। এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, শান্তিপূর্ণ ও অবাধ সুষ্ঠু হওয়া সকলেরই কাম্য। আমি আশা করব এটা সুষ্ঠু নির্বাচন হবে, আমরা সুষ্ঠু নির্বাচন আশা করি।’

ইশরাকের গণসংযোগে হামলার ঘটনা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে রবার্ট বলেন, ‘নির্বাচনী প্রতিযোগিতায় কোনোভাবে সংঘর্ষ হওয়া উচিত নয়, আমরা সংঘর্ষ প্রত্যাশা করি না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।’

আগামীনিউজ/আরআর/এস