আ.লীগের উপদেষ্টা মুকুল বোস আর নেই

নিজস্ব প্রতিবেদক জুলাই ২, ২০২২, ০৯:৪৯ এএম

ঢাকাঃ কিডনি জটিলতা, হৃদরোগে আক্রান্তসহ নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমালেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য মুকুল বোস। 

ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে মুকুল বোস এর বয়স হয়েছিল ৬৮ বছর। 

আওয়ামী লীগ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৮ মে মুকুল বোসকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। পরে বেশ কিছুদিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।

দীর্ঘদিনের এই সহযোদ্ধার মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এমবুইউ