বগুড়ায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত

নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি এপ্রিল ২৪, ২০২১, ০২:৪৭ পিএম
ছবি: আগামী নিউজ

বগুড়া: করোনা দুর্যোগকালীন লকডাউন পরিস্থিতির প্রেক্ষিতে রানা প্লাজা ধ্বসের ৮ম বার্ষিকীতে নিহত-নিখোঁজ শ্রমিকদের স্মরণে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে শনিবার (২৪ এপ্রিল) বগুড়া শহরের সাতমাথায় প্রতিবাদী মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। 

স্বাস্থ্যবিধি মেনে শারীরীক দুরত্ব বজায় রেখে সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি শ্রমিকনেতা সাইফুজ্জামান টুটুল। 

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বগুড়া জেলা আহ্বায়ক কমরেড এ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা সাধারণ সম্পাদক শ্রমিকনেতা মাসুদ পারভেজ, সহ-সভাপতি শিবসংকর শিবু, যুগ্ম সম্পাদক সুরেশ চন্দ্র দাস মনো, সাংগাঠনিক সম্পাদক আবু রায়হান প্রমূখ নেতৃবৃন্দ। 

এতে রানা প্লাজা ধ্বসের ৮ম বার্ষিকীতে নিহত-নিখোজ শ্রমিকদের স্মরণ করে আহত-ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আইন সংশোধন করে রানাপ্লাজা হত্যাকান্ডের জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, ২৪ এপ্রিলকে রাষ্ট্রিয়ভাবে গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণা, কর্মক্ষেত্রে অবহেলাজনিত মৃত্যুতে আজীবন আয়ের সমান (৪৮ লক্ষ টাকা) ক্ষতিপুরণ নির্ধারণ করা, রানাপ্লাজা ধ্বসে আহতদের ক্ষতিপূরণ ও পূনর্বাসন নিশ্চিত করার দাবী করা হয়। 

আগামীনিউজ/নাহিদ