তুলসি পাতার যত ঔষধি গুণাগুণ

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ১১, ২০২১, ১২:৫৭ এএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ সবুজ রঙের গুল্মজাতীয় একটি উপকারী উদ্ভিদ তুলসী। তুলসি পাতায় রয়েছে একাধিক ঔষধি গুণ এবং রোগ নিরাময়ের ক্ষমতা। ছোটোখাটো অনেক রোগের ওষুধ হিসেবে এই তুলসি পাতা ব্যবহার করা হয়।

আসুন তাহলে জেনে নিন তুলসি পাতার ঔষধি গুণাগুণ-

  • ঠাণ্ডা-কাশি থেকে রক্ষা পেতে তুলসী পাতা ও আদার রসের সঙ্গে একটু মধু মিশিয়ে খেতে পারেন। এতে ঠাণ্ডা-কাশি ভালো হবে।
  • সকালবেলা খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের রুচি বাড়বে।
  • তুলসী পাতার রস খেলে দ্রুত জ্বর ভাল হয়।
  • তুলসী পাতা গরম পানিতে সেদ্ধ করে সে পানিতে গড়গড়া করলে মুখ ও গলার রোগজীবাণু মরে, শ্লেষ্মা দূর হয় ও মুখের দুর্গন্ধও দূর হয়।
  • তুলসী চা শারীরিক ও মানসিক অবসাদ দূর করে এবং মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ায়।
  • মাথা ব্যথা ও শরীর ব্যথা কমাতে তুলসী খুবই উপকারী।
  • চোখের সমস্যা দূর করতে রাতে কয়েকটি তুলসী পাতা পানিতে ভিজিয়ে রাখুন। ওই পানি দিয়ে সকালবেলা চোখ ধুয়ে ফেলুন।
  • তুলসীপাতার রস বা চা প্রতিদিন একগ্লাস করে পান করলে, আমাদের কিডনিতে পাথর হওয়ার শঙ্কা কমে যায়। আর যদি কিডনিতে পাথর জমে তাহলে তুলসী পাতার রস টানা ৬ মাস পান করলে পাথর গলে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়।
  • ত্বকে ব্রণের সমস্যা সমাধানের একটি সহজলভ্য ও অন্যতম উপাদান হল তুলসি পাতা। তুলসি পাতার পেস্ট তৈরি করে তা ত্বকে লাগালে এই সমস্যাগুলি অনেকটাই কমে যায়।

ঔষধি গুণাগুণ সমৃদ্ধ একটি তুলসী গাছ বাসার বারান্দায় বা ফুলের টবে লাগাতে পারেন।

আগামীনিউজ/এএইচ