২৪ ঘন্টায় মৃত্যু ৫৯, শনাক্ত ৬৪৬৯

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০২১, ০৪:২৭ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১০৫ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৫২ জনের।

এদিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ছয় হাজার ৪৬৯ জনের দেহে। যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল ৫ হাজার ৩৫৮ জন।

আজ বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। একদিন শনাক্তের হার ২২.৯৪ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯৭১ জন করোনা রোগী।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আগামীনিউজ/এএইচ