বেড়েই চলেছে লাশের সংখ্যা, ঘাটে স্বজনদের আহাজারি

নিজস্ব প্রতিবেদক ‌ জুন ২৯, ২০২০, ০২:৫০ পিএম
সংগৃহীত ছবি

ঢাকা: কিছুক্ষণ পরপরই একেকজন ডুবুরি লাশ নিয়ে পানির ওপর ভেসে উঠছেন। বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনাস্থলে একসঙ্গে ৪-৫ জন ডুবুরি উদ্ধার কাজ করছেন। অবস্থা এমন দাঁড়িয়েছে, লাশ তুলে তারা যেন শেষ করতে পারছেন না। এখন পর্যন্ত ৩৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো অনেকে নিখোঁজ রয়েছেন।

এদিকে, নিখোঁজ স্বজনদের খোঁজে বুড়িগঙ্গা পাড়ে ভিড় করছেন স্বজনরা। কেউ বা এসেছেন মা বা বোনকে খুঁজতে, কেউ বা এসেছেন ভাই কিংবা ছেলেকে খুঁজতে। সেখানে কান্নায় ভেঙে পড়েন তারা।

আরো পড়ুন: ‘ময়ূরীর’ ধাক্কায় বুড়িগঙ্গায় ডুবেছে লঞ্চ

কাটপট্টি থেকে মামাতো ফুফাতো ভাই মিলে ঢাকা আসছিলেন দুজন। সেই দুজনের একজনের লাশ পাওয়া গেলে আরেকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির খোঁজে এসেছেন তার স্বজনরা।

সোমবার (২৯ জুন) সকাল ১০টার দিকে ময়ূর-২ নামে যাত্রীবাহী একটি লঞ্চের সঙ্গে ধাক্কায় মর্নিং বার্ড নামে লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।

অন্যদিকে, লঞ্চডুবির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। একই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। 

আগামীনিউজ/এমআর