‘বিদেশী উচ্চারণে যারা বাংলা বলেন তাদের প্রতি করুণা হয়’

নিউজ ডেস্ক ফেব্রুয়ারি ২১, ২০২০, ০৯:৫৩ পিএম
ফাইল ছবি

বাঙ্গালি হয়েও যারা বিদেশী উচ্চারণে বাংলা বলেন তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বসবাস করে আমাদের অনেকে বাংলা ভাষা ভুলতে বসেছে। তারা যথাযথ উচ্চারণে বাংলা বলতে পারে না। যারা ইংরেজি উচ্চারণে বাংলা বলে। আমি শুধু তাদের করুণা করতে পারি।

এসময় শুদ্ধ বাংলা ব্যবহারের পাশাপাশি নিজস্ব আঞ্চলিক ভাষাকে বাঁচিয়ে রাখারও আহ্বান জানান তিনি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বায়নের যুগে অন্য ভাষা শেখারও গুরুত্ব রয়েছে তবে অবশ্যই মাতৃভাষাকে বাদ দিয়ে নয়।

তিনি বলেন, ভাষা আন্দোলনের ওপর ভিত্তি করে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এটা বাস্তবতা।

প্রধানমন্ত্রী আরো বলেন, ভাষার মাধ্যমে বারবার বাঙালির অস্তিত্বের ওপর আঘাত হেনেছে পাকিস্তানি শাসকরা। শুধু ভাষা নয়, আমাদের সংস্কৃতি, কৃষ্টি, জাতিসত্ত্বার ওপর আঘাত করা হয়েছে।

প্রধানমন্ত্রী এসময় গবেষণার পাশাপাশি ভাষা শিক্ষার জন্য ট্রাস্ট গঠনেরও পরিকল্পনার কথা জানান।

আগামীনিউজ/নুসরাত