রংপুর সিটি মেয়রের মামলায় সাংবাদিক রতন সরকারের জামিন

নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০২১, ১১:৫৯ পিএম
ফাইল ছবি

রংপুরঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে রংপুর সিটির মেয়রের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সময় টিভির সাংবাদিককে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ তাকে আট সপ্তাহের জামিন দেন।

আদালতের আদেশের বিষয়টি তার আইনজীবী শাহীনুজ্জামান আগামী নিউজকে নিশ্চিত করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী শাহীনুজ্জামান শাহীন ও লাবনী আক্তার।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গত ২৪ এপ্রিল রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান সময় টিভির রংপুরের প্রতিবেদক রতন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, রতন সরকার মিথ্যা তথ্য উপস্থাপন করে বিভিন্ন সময় সিটি করপোরেশনকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেছেন। এছাড়া একজন সাংবাদিক ও সিটি মেয়র মোস্তাফিজার রহমানকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়েছেন। এতে তাদের সামাজিকভাবে সম্মান ক্ষুণ্ন হয়েছে।