সবাই মিলে  

মিতা পোদ্দার মে ১৬, ২০২২, ০৬:০৭ পিএম

 

ব্যস্ততার ভীড়ে এই আমরা

হয় কী কারো সাথে দেখা,

এমনিকরেই বন্ধনে ফাটল

   সবাই থাকে একা একা ।

 

টাকার পিছনে ছুটছুাট

  যন্ত্রময় চলার পথ,

পরিবারে নেই সখত্য

    ভিন্ন হয়  মতামত।

 

চায়ের টেবিল অপেক্ষায়

  গল্পের আসর কবে,

  মধুর  মেলবন্ধনে

    সবার দেখা হবে।

 

শত কাজের ভীড়েও

  মনে রাখো সবে,

ভাবালাপেই পরিবারে

   সুসম্পর্ক রবে।

 

টাকা -পয়সা গয়নাগাটি 

   দুদিনের সুখ ভাই,

আন্তরিক ভালোবাসাটুকু

  সব পরিবারে চাই।