কবি নাট্যকার লিটন আব্বাসের কবিতা ঘোড়াস্কোপ

লিটন আব্বাস মার্চ ৫, ২০২২, ০৪:৪৮ পিএম
লিটন আব্বাস

লালঘোড়া দাবড়িয়ে যে রক্তলালে আটকে আছে পৃথিবী

এই পৃথিবীর যুদ্ধবাজ কয়েকটি দেশ যারা অস্ত্র, গোলাবারুদ, যুদ্ধবিমান বিক্রিতে ব্যস্ত ছিলো, যাদের মূল ব্যবসা ছিল পারমানবিক শক্তি,সেই শক্তির মহড়ায় বিশ্বকে শাসন করা, বংশীবাদক রাষ্ট্রদের খুশি রাখা। সুরে সুরে শোষণই মুখ্য উদ্দেশ্য!  মানবিকতা এদের কোনোকালেই ছিলো বলে ইতিহাসে পাওয়া যায় নি! 

আজ এদের মিত্ররা এদের শত্রু, কাল যারা শত্রু ছিল তারাও মিত্র মিত্র স্বভাবে বাসী দুর্গন্ধের ঘি ঢালতে মরিয়া! 

যুদ্ধ নামে নিরীহ নিরস্ত্র মানুষদের রক্তস্নানে ভোরের নাস্তা খাওয়া! মদজলের সাথে মানুষের রক্তখাওয়া এখন এদের নৈমিত্তিক! 

যুদ্ধবাজ দখলবাজ এসব লুটেরা শ্রেণির স্নাপশর্ট পৃথিবীর মুখচোখ বেয়ে মিডিয়ায় ঘুরেফিরে একসময় হাহাকার করতে করতে খবরগুলো ক্লান্ত হয়ে যায়। 

মানুষের মৃত্যু, মানুষের আতংকিত হওয়ার খবর

এ আর এমনকি?

দুপুরের মধ্যাহ্নের পর সামান্য গড়গড়া মাত্র!

মানুষও শালার সামান্য  মাছির মতো প্রাণী!!

লালঘোড়া কখনো নীলচে হলুদাভ, আবার নীলচে সবুজে, কখনোবা ভয়ংকর কালোঘোড়া হয়ে দাপিয়ে বেড়ায় পৃথিবীময়!

শুধু মেটাফর মাত্র, 

ঘোড়ার রংবদলির বায়োস্কোপ আর কী!

আগামীনিউজ/এসএসআই