উন্মুখতা প্রহর

মকিবুল মিয়া ডিসেম্বর ৭, ২০২১, ১০:৫৮ পিএম
মকিবুল মিয়া

নিরাসক্ত জীবনের সন্ধিক্ষণে

 কখন যে দূর হবে একাকিত্বের বাসা

প্রতিক্ষায় আজও বসে আছি আলোকসজ্জা! 

তোমার আলোকমালায় আলোকিত করতে। 

 

ফুটে ছিলে এক নিষ্পাপ বিশুদ্ধ নীল পদ্ম হয়ে 

শতাব্দীর পর শতাব্দী থাকবে বলে

জীবন ও সভ্যতার বেড়াজাল ছিন্ন করে 

চলে গিছো দূর বহুদূরে তিমির রাতে।

 

বয়সের ভারে ক্লান্ত দুপুরে পাখিদের কলরবে

সন্ধ্যা নামলো সূর্য গেলো তোমারই প্রতিক্ষাতে

প্রখর সূর্যে চাঁদের বিভাতে অপরূপ দৃষ্টিলোকে

অপলক দৃষ্টিতে সময়ের আবেশে আনন্দ-উল্লাস।

 

নীল আকাশের পানে চাঁদের জোছনায় স্বপ্ন

চন্দ্রিকার আলোায় তোমার মুক্তা ঝরা হাসি

আকাশের দিকে তাকিয়ে মধ্যে রজনীতে 

তোমার অপেক্ষায় কৌমুদী রাতে প্রহর গুনি।

 

স্বপ্ন ছিলো বিভোর আনন্দ উল্লাসে প্রফুল্লিত

প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষত-বিক্ষত

হতাশা ব্যার্থতা গ্লানির তিক্ত অনুভূতি 

সবই হাহাকার নেই হৃদয়ের স্পন্দন।

মকিবুল মিয়া 

শিক্ষার্থী সরকারি বাঙলা কলেজ (ঢাকা)