আমার আমি

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির জুলাই ১৬, ২০২১, ০৪:২৪ পিএম
ফাইল ফটো

ভিত্তিহীন কথার দৌরাত্বে

ঈমানের পরিশুদ্ধতা প্রশ্নবিদ্ধ
আলো আঁধারের  লুকোচুরি খেলা 
মুখোশের অন্তরালেই পাল্টে খোলস,
সরল বিশ্বাসের ঘরে  অবিশ্বাস 
সেকেন্ডে সেকেন্ডে অন্তরাত্মার হচ্ছে  মৃত্যু। 
আমি একত্ববাদে বিশ্বাসী 
হয়তো তোমরা পথভ্রষ্ট
কিংবা পথভ্রষ্ট হতে পারো
আমি কিন্তু  আমার  সরলতা নিয়েই মরতে চাই।