ড. নিম হাকিমের কবিতা

গরিবের খানা

সাহিত্য ডেস্ক জুন ৭, ২০২১, ০১:২১ পিএম
ছবিঃ ড. নিম হাকিম

গরিবের জন্য খানা

দেয়া আছে মানা

ওরা অনেকই দেনা।

 

ওদের কপালে নেই রুটি

দারিদ্র্য ওদের ঝুঁটি

কি করে তা টুঁটি?

 

কে বানাল দরিদ্র?

ওরা তা না ভাবলো

শুধু সয়েই মরে গেল।

 

সবাই শুধু ঘৃণা করল

চেহারা হলো বিবর্ণ

বন্ধ হলো কর্ণ।

 

নাসিকায় দীর্ঘশাস

ভাগ্যের পরিহাস

শুধুই মানুষের উপহাস।

 

উপবাস বা অর্ধ-বেলা

সবই ভাগ্যের লীলা খেলা

ধরায় শুধুই গরিবের মেলা।

 

গরিব যদি বসে চেয়ারে

ধনির সামনে দুয়ারে

তাহলে তো মান গেল চলে।