ড. নিম হাকিমের কবিতা

ককুর

ড. নিম হাকিম ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৪:১৩ পিএম
ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

পথের ককুর বলে- সাহেবের বেটা

খেয়েদেয়ে হয়েছ বড় বেশি মোটা!

 

সাহেবের ককুর বলে- ওরে বেটা নেড়া?

তোর নেই  ঠিকানা তবু ঘাড় তেড়া।

 

নাম ঠিকানা নেই তোর

খাস শুধু তাড়া।

 

পথের ককুর বলে- ওরে ভদ্রলোক

চেয়ে দেখ রাজপথে যদি থাকে চোখ।

 

সাহেবের ককুর বলে-ওরে হাড়চাটা

দরজায় এলে পরে খাবি মুখে ঝাটা।

 

পথের ককুর বলে- হাড় খাই পথে

তোড় মত দিই না পাহারা রাতে।

 

সাহেবের ককুর বলে- পাহারাও ভালো

রাত হলে পাই আমি বিদ্যুতের আলো।

 

পথের ককুর বলে- ওরে বেটা গাধা

তোর মত থাকিনে সারা দিন বাঁধা।

 

সাহেবের ককুর বলে- আমি সুখে থাকি

তিন বেলা খাইদাই গায়ে সাবান মাখি।

 

পথের ককুর বলে-তুই পরাধীন

পথেঘাটে ঘুরি ফিরি তবুও স্বাধীন।

আগামীনিউজ/নাসির