ড. নিম হাকিমের কবিতা

সুখ দুঃখের কথা

সাহিত্য ডেস্ক জানুয়ারি ৬, ২০২১, ০৫:৪৫ পিএম
ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

প্রথম সুখের দিনগুলোতে
দুঃখের কথা ভুলে গিয়েছিলাম।

আবার যখন দুঃখ এলো
তখন সুখের দিনগুলো মনে পড়ত।

আবার যখন সুখ আসবে
তখন যেন দুঃখের কথা ভুলে না যাই।

সুখের দিনে যারা বন্ধু ছিল
দুঃখের দিনে তাদের পাইনি।

আবার যখন সুখ এসেছে 
পুরোনো বন্ধুরা এসেছে খোঁজ নিতে

এটাই স্বাভাবিক এটাই সত্য
এ জগতে।

আগামীনিউজ/নাসির