বাবাকে নিয়ে ছোট বোনের কবিতা আবৃত্তি করলেন প্রধানমন্ত্রী  

নিউজ ডেস্ক মার্চ ১৮, ২০২০, ০৯:৪৯ এএম

ঢাকা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ছোট বোন শেখ রেহানার লেখা কবিতা আবৃত্তি করলেন বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আবৃত্তি করেন প্রধানমন্ত্রী। 

শেখ রেহানার লেখা কবিতাটি নিচে তুলে ধরা হলো : 
বাবা
জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে
শুভেচ্ছা জানানো ছিল
আমার সবচেয়ে আনন্দ।
আর কখনো পাবো না এই সুখ
আর কখনো বলতে পারব না
শুভ জন্মদিন।

কেন এমন হল?
কে দেবে আমার প্রশ্নের উত্তর।
কোথায় পাব তোমায়…

যদি সন্ধ্যাতারাদের মাঝে থাক
আকাশের দিকে তাকিয়ে বলব
শুভ জন্মদিন।

তুমি কি মিটি মিটি জ্বলবে?

যদি বিশাল সমুদ্রের সামনে
ঢেউদের খেলার মাঝে থাকো বলব
শুভ জন্মদিন
সমুদ্রের গর্জনে শুনব কি তোমার বজ্রকণ্ঠ?

পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ
নীল আকাশে লুকোচুরি খেলে
তুমি কি ওখানে?
তাকিয়ে বলব
শুভ জন্মদিন।

এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে
ওখানে কি তুমি?
আকাশে বাতাসে পাহাড়ে উপত্যকায়
তোমাকে খুঁজব, ডাকব বাবা
যে প্রতিধ্বনি হবে
ওখানে কি তুমি?

শুভ জন্মদিন।
শুভ জন্মদিন।

আগামীনিউজ/মিজান