আসছে তৌকীর আহমেদের নতুন বই

বাবুল হৃদয় ফেব্রুয়ারি ৪, ২০২০, ১১:০১ এএম
তৌকীর আহমেদ

ঢাকা : নন্দিত নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদের নতুন কবিতার বই আসছে। যার শিরোনাম ‘একগুচ্ছ কবিতা’। জানা গেছে, অনন্যা প্রকাশনী থেকে বইটি বাজারে আসছে। আর এটির প্রচ্ছদ করেছেন তার স্ত্রী অভিনেত্রী-নির্মাতা-চিত্রশিল্পী বিপাশা হায়াত। এটি তৌকীর আহমেদের প্রথম কবিতার বই। এর আগে তার আরো তিনটি বই প্রকাশ হয়েছে। এর মধ্যে দুটি বই ছিল মঞ্চনাটক নিয়ে লেখা।

নতুন বই নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ নির্মাতা বলেন, ‘এবার অনন্যা প্রকাশনী থেকে আমার বইটি আসবে। এর আগে বই এলেও এবার একেবারে ভিন্ন এক অভিজ্ঞতা হচ্ছে। কারণ এবার শুধু কবিতা।’

২০১২ সালে প্রকাশ হয় তার ‘প্রতিসরণ’ বই। মঞ্চে নাটকটি ২০০তম পর্বে মঞ্চায়িত হওয়ার পর এটি আসে। ২০১৩ সালে আসে ‘ইচ্ছেমৃত্যু’ বইটি। এছাড়া সর্বশেষ ২০১৫ সালে এসেছিল ‘অজ্ঞাতনামা’। এটি থেকে পরবর্তী সময়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়। যা দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়।

সম্প্রতি কলকাতায় তৌকীর আহমেদ পরিচালিত ‘ষষ্ঠ রাজস্থান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার জন্য  সেরা পরিচালক পুরস্কার পেয়েছেন।

উল্লেখ্য, তৌকীর একাধারে অভিনেতা, নির্মাতা ও লেখক। ১৯৮০ সাল থেকেই তিনি নাটক ও সিনেমা, এ দুই মাধ্যমেই অভিনয় শুরু করেন। এ পর্যন্ত অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। এছাড়া অনেক দর্শকপ্রিয় নাটক ও সিনেমা নির্মাণ করেন। এ কাজের স্বীকৃতিস্বরূপ অনেক সম্মাননাও পেয়েছেন। তার অভিনীত উল্লেখ্যযোগ্য সিনেমা নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পারে, লালসালু, রূপকথার গল্প, নাটক আড়াল, হারজিত, প্রত্যাশা, দোলা, প্রত্যাশা, কেমন আছো, ডাইনোসরসহ আরো অনেক নাটকে অভিনয় করেছেন।

এছাড়া তার পরিচালিত সিনেমা দারুচিনি দ্বীপ, রূপকথার গল্প, জয়যাত্রা, অজ্ঞাতনামা , হালদা প্রভৃতি।

আগামীনিউজ/বিআর/এনএনআর