ঢাকা ওয়াসার পারফরম্যান্স বোনাস অবৈধ ঘোষণা হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০২৩, ১২:৪০ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের সাড়ে তিনটি মূল বেতনের সমপরিমাণ পারফরম্যান্স বোনাস হিসেবে প্রণোদনা দেওয়ার ঘোষণা অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সামসুন নাহার লাইজু।

এর আগে, ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের সাড়ে তিনটি মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বা পারফরম্যান্স বোনাস হিসেবে প্রণোদনা দেওয়ার ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। কনজুমার অ্যাসেসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চেয়ারম্যান স্থপতি মোবশ্বের হোসেনের করা রিটের প্রাথমিক শুনানি করে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

বুইউ