ইভ্যালির ফান্ড থেকে টাকা প্রদানের তথ্য জানতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৭, ২০২২, ০১:৫৬ পিএম

ঢাকাঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক এমডি ও চেয়ারম্যান পণ্য কিনতে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কত টাকা দিয়েছেন, সে তথ্য জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৭ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন।

ইভ্যালির বিভিন্ন বিষয়ে ওঠা প্রতারণার অভিযোগ ও পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে চার সদস্যের বোর্ড গঠনের নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। এবার সেই বোর্ডকেই তথ্য দাখিলের নির্দেশনা দিয়েছেন আদালত।

একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন অবসরপ্রাপ্ত সচিব, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ও একজন আইনজীবী দিয়ে ইভ্যালির জন্য এ বোর্ড গঠন করেন আদালত।

এদিকে ৯ মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে আরও মামলায় গ্রেফতার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না।

তার আগে গত ৬ এপ্রিল জামিনে মুক্ত হন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন।

গুলশান থানার একটি এবং ধানমন্ডি থানার পাঁচটি মামলায় বাদীর সঙ্গে মীমাংসার ভিত্তিতে শামীমাকে আদালত সব মামলায় জামিন দেন।

এমএম