খিলক্ষেতে শহিদুল হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

আদালত ডেস্ক নভেম্বর ২৫, ২০২১, ০২:১৫ পিএম
প্রতীকী ছবি

ঢাকাঃ রাজধানী খিলক্ষেত এলাকায় শহিদুল ইসলাম নামে একজনকে হত্যার অভিযোগে করা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- এসএম হিরন খান, আমির হোসেন, জাকির হোসেন ও মোহাম্মদ সিরাজ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ইমরোজ ক্ষণিকা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাভোগের আদেশ দেন।

এদিন রায় ঘোষণার সময় এসএম হিরন খান, আমির হোসেন ও জাকির হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অপরদিকে আসামি মোহাম্মদ সিরাজ রায় ঘোষণার সময় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

২০১০ সালের ৩ জুন রাজধানীর খিলক্ষেত এলাকায় পূর্বপরিকল্পিতভাবে শহিদুল ইসলামকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আগামীনিউজ/বুরহান