বিশ্বে মৃত্যু ১৩ লাখ ৭৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২১, ২০২০, ০১:৪৩ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকাঃ প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটারস থেকে এসব তথ্য উঠে এসেছে।

ওয়েবসাইটটির তথ্যানুযায়ী, করোনায় শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৯৯১ জন। এসময় পর্যন্ত মৃত্যু দাঁড়িয়েছে ১৩ লাখ ৭৭ হাজার ৭৪৫ জনে। এছাড়া ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ১ লাখ ৮ হাজার ২৫৯ জন।

পরিসংখ্যান অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৭২৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৬০ হাজার ২৮৩ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯০ লাখ ৫০ হাজার ৬১৩ জন এবং মারা গেছে ১ লাখ ৩২ হাজার ৭৬৪ জন।

তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬০ লাখ ২০ হাজার ১৬৪ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৬২ জনের।

চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৯ হাজার ১৭০ জন। এর মধ্যে মারা গেছেন ৪৮ হাজার ২৬৫ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২০ লাখ ৩৯ হাজার ৯২৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৩১১ জনের।

এদিকে বাংলাদেশে এরই মধ্যে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জন। আর দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৩২২ জনের। 

আগামীনিউজ/এএইচ