মক্কায় মসজিদ আল হারামের গেটে গাড়ি হামলা

আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৩১, ২০২০, ০৫:৫৪ পিএম
সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  মক্কার পবিত্র মসজিদ আল হারামের আঙ্গিনা দিয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে গেটে ধাক্কা দিয়েছে এক ব্যক্তি। এতে হতাহতের ঘটনা না ঘটলেও প্লাস্টিকের ব্যারিকেড ভেঙে গেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গাড়িটি মসজিদের আঙ্গিনা দিয়ে দ্রুতগতিতে ধেয়ে প্লাস্টিকের ব্যারিকেড ভেঙে মসজিদের বড় গেটে আছড়ে পড়ে। এসময় মসজিদে থাকা লোকেরা দ্রত গাড়িটির দিকে দৌড়ে যায়। সেখান থেকে গাড়ি ঠেলে বের করে আনা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গাড়িচালককে আটক করেছে সৌদির নিরাপত্তাবাহিনী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সরকারি আইনজীবীর কাছে পাঠানো হয়েছে।

সৌদি আরবের সরকারি চ্যানেল মসজিদের ভেতরের এই ঘটনার সরাসরি সম্প্রচার করে।

করোনা মহামারির কারণে সাত মাস পর চলতি মাসের শুরুর দিকে মসজিদ আল হারামে জামাতে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়। এছাড়া রবিবার থেকে কয়েকজন বিদেশিকে ওমরাহ করার অনুমতি দেওয়া হয়।

 

আগামীনিউজ/এএস