আম্পানের তাণ্ডব, তলিয়ে গেছে বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক মে ২১, ২০২০, ১২:৪৩ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: ঘূর্ণিঝড় আম্পানের মাত্র ছয় ঘণ্টার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কলকাতা বিমানবন্দর। বিমান ওঠানামা করার রানওয়ে সম্পূর্ণভাবে তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। অনেক স্থাপনায় রয়ে গছে ঝড়ের তীব্রতার চিহ্ন। পশ্চিমবঙ্গ দিয়ে বয়ে যাওয়া ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিবেগের ঝড়ে এবং ভারি বৃষ্টিপাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১২ জন।

জানা যায়, অন্তত ৪২টি বিমান ছিল এয়ারপোর্টে। একেকটির ওজন ৪০ টন। ১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগের ধাক্কায় সেগুলো রীতিমত টলমল হয়ে যায়। যদিও সামনের দিকে ও পিছনের দিকে আটকানো ছিল, তা সত্বেও বিমানগুলি যেভাবে দুলছিল তাতে ভয়ই পেয়ে যান বন্দরের কর্মীরা।

এদিকে, বিশ্ব মহামারি করোনা পরিস্থিতে এমনেই বন্ধ রয়েছে বিমান সেবা। শুক্রবারের আগে কলকাতা বিমানবন্দর থেকে কোনও বিমান উড়ছে না।

আগামীনিউজ/মিজান