‘বিশ্বে প্রাণহানি ৪২ হাজার, বিশ্বযুদ্ধের থেকে বাজে পরিস্থিতির দিকে করোনা’

আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১, ২০২০, ০৯:০২ এএম

ঢাকা : সারাবিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সাড়ে ৮ লাখের বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র একদিনে রেকর্ড ৭২৬ জন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা চীনকেও ছাড়িয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তিন হাজার ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা, বলছেন জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মঙ্গলবার বিবৃতিতে বিশ্ববাসীকে সতর্ক করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনাভাইরাস মহামারী পৃথিবীকে সবচেয়ে বাজে পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে। সামনে আরও ভয়াবহ অবস্থা আসতে পারে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতালিতে মৃত্যু হয়েছে ১২ হাজার ৪২৮ জনের।

আমেরিকায় প্রায় দুই লাখের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ হাজার ৮৬৭। স্পেনে মৃতের সংখ্যা ৮ হাজার ৪৬৪ জন। যে চীন থেকে গত ডিসেম্বরে ভাইরাসটির উৎপত্তি সেখানে মার গেছেন ৩ হাজার ৩১০ জন।

ফ্রান্সে ৯ হাজার ৫২২ জন ভালো হলেও ৩ হাজার ৫৩২ জনকে বাঁচানো যায়নি। ইরানে মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার, ২৮৯৮। বাংলাদেশে ৫১ জন আক্রান্ত হলেও ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ৫ জন।

আগামীনিউজ/মিজান