বাংলাদেশকে ২০ লাখ টিকা দিলো ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০২১, ০৮:১৪ এএম
ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশকে ২০ লাখ ৬ হাজার ৪০০ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েছে ফ্রান্স সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্যারিস সফরকালে বাংলাদেশকে এই টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ফ্রান্স।

বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জিন মারিন ছুহ মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে আনুষ্ঠানিকভাবে এই টিকা হস্তান্তর করেন।

ফরাসি সরকারকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।

এ সময় ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যারিস সফরকালে তাকে উষ্ণ আতিথেয়তা ও সবোর্চ্চ পযার্য়ে সম্মান দেওয়ায় ফরাসি সরকারকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সুইডেন শিগগির বাংলাদেশকে আরও ৫ লাখ ৩০ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে।

আগামীনিউজ/ হাসান