কচুতে কৃষকের মুখে হাসি

মেহেরপুর প্রতিনিধি জুলাই ৪, ২০২০, ১২:১৩ পিএম
সংগৃহীত ছবি

ঢাকা: গত কয়েক বছরের মতো এবারো মেহেরপুরে কচুর ফলন ও দাম দুটোই ভালো হয়েছে। তাই কচু চাষিদের মুখে আনন্দের হাসি। বর্তমানে বাজারে আউস জাতের কচু বেশি পাওয়া গেলেও আমন কচু পুরোপুরি বাজারে আসতে কয়েক সপ্তাহ লেগে যাবে। 

বাজারে আউস কচু ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমন কচুর দাম আরো বেশি। চাষিরা আশা করছেন, এ বছরও তারা লাভবান হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অফিসের তথ্য মতে, এ  জেলায় প্রায় ২ হাজার ২৫০ হেক্টর জমিতে কচুর চাষ হয়েছে। সারাদেশে মেহেরপুরের কচুর চাহিদা রয়েছে। সদর উপজেলার কুলবাড়িয়া, আমদহ, পিরোজপুর, বুড়িপোতা ইউনিয়ন; গাংনী উপজেলার সাহারবাটি, কাথুলী, ধানখোলা ইউনিয়ন, মুজিবনগর উপজেলার মোনাখালী, বাগোয়ান, মহাজনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কচুর চাষ হয়েছে। 

এ প্রসঙ্গে জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খান বলেন, এ বছর জেলায় ১০০ কোটি টাকার কচু উৎপাদন হতে পারে।  

আগামীনিউজ/এমআর