ধর্ষকের লিঙ্গ কেটে দেয়া হোক: চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক অক্টোবর ৬, ২০২০, ১০:৫৬ পিএম
ছবি; সংগৃহীত

ঢাকাঃ সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে পুরো দেশ। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও প্রতিবাদ জানালেন। ফেসবুক পোস্টে চঞ্চল ধর্ষকের লিঙ্গ কেটে দেওয়ার দাবি জানালেন।

নিজের ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘লিঙ্গ তো আর একা ধর্ষণ করতে পারে না, ধর্ষণে প্রলুব্ধ করে মাথার ভেতর বাস করা অমানুষটা....। মৃত্যুদণ্ড এদের জন্য যথেষ্ট নয়..। প্রকাশ্যে এই অমানুষ গুলোর লিঙ্গ শরীর থেকে কেটে আলাদা করে দেয়া হোক.....। যাতে লিঙ্গের ওপর শয়তান মাথার কোন অধিকার না থাকে...তাহলেই এই বর্বরতা থেমে যাবে... এই কঠোর শাস্তি প্রয়োগে মানবাধিকারের কোন মায়া কান্না আমরা শুনতে চাই না... সেই সঙ্গে আইনের সঠিক এবং কঠিন প্রয়োগ চাই...শাস্তি হোক দৃষ্টান্তমূলক....এর বাইরে কোন কথা নাই.... হোক প্রতিবাদ...।’

আগামীনিউজ/আশা