আগে পেতাম হাতে হাতে, এখন পাচ্ছি অনলাইনে

বিনোদন প্রতিবেদক আগস্ট ১, ২০২০, ১২:০২ পিএম
উপহার পেতে কার না ভালো লাগে! আর তা যদি হয় ঈদের তবে তো কোনো কথাই নেই। যে কোনো পাওয়ায় মন আনন্দে ভরে যায়।
 
করোনাকালে এলো ঈদ। অন্যরকম এক উৎসবের আবেশ। নতুন কিছুর সঙ্গে আমরা প্রতিনিয়তই পরিচিত হচ্ছি। আগে যে উপহার পেতাম হাতে হাতে, এখন পাচ্ছি অনলাইনে।

'নিউ নরমাল' লাইফে এটিই এখন স্বাভাবিক। অনলাইনে উপহার পাওয়ায় যেন অভ্যস্ত হয়ে গেছি। এই তো গত মাসের শুরুতেই ছিল আমার জন্মদিন। করোনাকালে প্রথম জন্মদিন হওয়ায় মিস করেছি অনেক কাছের আপনজনকে। তবে সকাল থেকেই প্রিয় মানুষদের ভালোবাসায় সিক্ত হয়েছি। উপহারও পেয়েছি অনেক। বন্ধুরা অনলাইনেই বেশি শুভেচ্ছা জানিয়ে তাদের ভালোবাসার কথা প্রকাশ করেছেন। 

একসময় ঈদ মানেই ছিল উপহার পাওয়ার মৌসুম। স্কুল জীবনে বন্ধুরা হাতে হাতে ভিউকার্ড, ঈদকার্ড দিয়ে শুভেচ্ছা জানাতেন। কত ভালোবাসা আর আবেগ জড়ানো ছিল সেইসব উপহারে। এখনও সেই সুখস্মৃতি চোখে ভাসছে। ফিরে যেতে মনে চায় সেই হারানো শৈশব কৈশোরে...।

 

আগামীনিউজ/এএস