রোমান্স আর ইমোশন নিয়ে আসছে ইলমা-তারেকের নতুন মিউজিক ভিডিও

বিনোদন প্রতিবেদক মার্চ ১৭, ২০২০, ১২:৩৪ পিএম
মডেল ইলমা চৌধুরী ও তারেক জামান তাজ

ঢাকা: ‘পিরিত শুধু নিতে জানে’সহ প্রায় দুই ডজন মিউজিক ভিডিওর সফল পরিচালক শান আতিক। এবার তারই পরিচালনায় আসছে রোমান্স আর ইমোশনে ভরপুর নতুন মিউজিক ভিডিও ‘তোমায় যত দেখি’। গানের কথা লিখেছেন আশরাফুল হক তুরন। 

গানটি সুর করেছেন অভি আকাশ। এর সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। আর গানটি গেয়েছেন সময়ের আলোচিত গায়ক এস এম শাহজাহান।

সম্প্রতি নান্দনিক এই গানটি সুনামগঞ্জের মনোরম লোকেশনে চিত্রধারন করা হয়েছে। এতে মডেল হয়েছেন তরুণ প্রজন্মের আলোচিত মডেল ইলমা চৌধুরী ও তারেক জামান তাজ। 

‘তোমায় যত দেখি’ শিরোনামের গানটি নিয়ে পরিচালক শান আতিক বলেন, ‘গানের কথার সঙ্গে মিলিয়ে সুন্দর লোকেশনে এর চিত্রধারন করা হয়েছে। গানে সুন্দর একটি গল্প আছে, রোমান্স আছে, ইমোশন আছে। নিশ্চয় গানটি ভালো লাগবে।’
 


গানটি সুরকার অভি আকাশ বলেন, ‘গানটির সুন্দর সুর হয়েছে। আশাকরি শ্রোতাদের মনে ধরবে। তাছাড়া তুরন ভাই সচারাচরই ভালো গান লিখেন। আমেরিকান প্রবাসী হয়েও বাংলা গানে যথেষ্ট সময় ব্যয় করেন, বাংলাদেশকে ভালোবেসে, বাংলা গানকে ভালোবেসে। অসম্ভব ভালো মানের এবারের গানটিও আশা করি শুনে দর্শক-শ্রোতা শান্তি পাবে।’

গানটি নিয়ে সঙ্গীত পরিচালক রেজওয়ান শেখ বলেন,  ‘গানের কথা গুলো অসাধারণ। অভি ভাই সুন্দর সুর করেছেন। দর্শকশ্রোতারা ভালো একটি  নতুন গান পাবে। জানা গেছে, এ কে মিউজিক বাংলা ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই আসছে ‘তোমায় যত দেখি’।

আগামীনিউজ/বিআর