মিলেনিয়াম বিশ্ববিদ্যায়ে ভোট দিলেন সিয়াম

বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ১, ২০২০, ০১:৫৭ পিএম
নায়ক সিয়াম আহমেদ

ঢাকা: রাজধানীর ১১নং ওয়ার্ডের হয়ে ধানমন্ডির মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভোট দেন দিলেন সময়ের আলোচিত নায়ক সিয়াম আহমেদ। ভোট দিয়েই দুপুর সাড়ে বারোটার ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন  তরুণ প্রজন্মের জনপ্রিয় এই নায়ক।

শান্তিপূর্ণ পরিবেশে ও করা নিরাপত্তায় রাজধানীতে শনিবার (১ ফেব্রুয়ারি) চলছে সিটি করপোরেশনের নির্বাচন। সকাল থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ।  সিয়াম আহমেদ বলেন, খুব সুন্দর পরিবেশে ভোট দিয়ে আসলাম। কড়া নিরাপত্তা ছিল আর পরিবেশও বেশ শান্তিপূর্ণ ছিল। সকালেই ভোট দিয়ে এসেছি কারণ আজকে ‘শান’ ছবির শুটিংয়ে কক্সবাজার যাচ্ছি। সেখানে কিছু সিক্যুয়েন্সের দৃশ্যায়ন হবে।

মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়াম অভিনীত দুটি ছবি ‘শান’ ও ‘পাপ-পুণ্য’। পাপ-পূণ্য ছবিটির কাজ শেষ হলেও শানের কাজ কিছু বাকি রয়েছে। আজ থেকে দুইদিন কক্সবাজারে এর দৃশ্যায়ন হবে। চলতি সপ্তাহেই ছবিটির কাজ শেষ হয়ে যাবে বলে জানান এই নায়ক। এরপর অংশ নেবেন ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিংয়ে।

আগামীনিউজ/বিআর