শিক্ষামন্ত্রী আবারও করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক জুন ১৯, ২০২২, ১০:২৩ এএম

ঢাকাঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ২০২০ সালের ৭ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।

শনিবার (১৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়েরের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষামন্ত্রী শারীরিকভাবে অসুস্থবোধ করায় শনিবার সকালে করোনা পরীক্ষা করানোর জন্য নমুনা দেন। পরে সন্ধ্যায় আরটিপিসিআর পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

শিক্ষামন্ত্রী বর্তমানে তার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

২০০৮ সালের সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জয়লাভের মধ্য দিয়ে দীপু মনি সংসদ সদস্য হন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

এমবুইউ