সংক্রমণ ঠেকাতে ইবি ছাত্রলীগ কর্মীর মাস্ক বিতরণ

এম.বি রিয়াদ, ইবি প্রতিনিধি এপ্রিল ১২, ২০২১, ০৮:২৪ পিএম
ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: মহামারি করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ কর্মী দীপ হালদার। সোমবার (১২ এপ্রিল) দিনব্যাপী যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের বিভিন্ন জনসাধারণের মাঝে প্রায় পাঁচশত মাস্ক বিতরণ করেন তিনি।

জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আবারও মাঠে নেমেছে বাংলাদেশ ছাত্রলীগ। স্বাস্থ্যবিধি মানা ও জনসাধারণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ।

এরই ধারাবাহিকতায় বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী দীপ হালদার। নীজ এলাকা অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের বিভিন্ন জায়গায় প্রায় পাঁচশত মাস্ক বিতরণ করেছেন তিনি। এসময় পথচারী, ভ্যান চালক, মোটরসাইকেল আরোহী ও দোকানদার সহ বিভিন্ন মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণ কালে দীপ হালদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন ছাত্রলীগের সম্বল মন্ডল, প্রিতিশ মন্ডল, চয়ন মন্ডল, পিয়াল মন্ডল, কৃষ্ণ মন্ডল, আশীষ বিশ্বাস, রাহুল সরকার ও অনিক হালদার।

এ বিষয়ে ইবি ছাত্রলীগ কর্মী দীপ আগামী নিউজকে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছি। এ লক্ষ্যে আজ মাস্ক বিতরণ করেছি। এ কর্মসূচি অব্যাহত থাকবে।


আগামীনিউজ/নাহিদ