জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট মার্চ ৬, ২০২১, ০৯:৩৮ এএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষে (সম্মান) ভর্তির অনলাইন আবেদন ফরম বিতরণ চলবে ৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত। আর ২৮ জুলাই থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এ ছাড়া ১ম বর্ষ প্রফেশনাল কোর্সের অনলাইন আবেদন ফরম বিতরণ চলবে ২৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত।

গতকাল শুক্রবার (৫ মার্চ ২০২১) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল হরিম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

আগামী ১২ আগস্ট থেকে প্রফেশনাল কোর্সের ক্লাস শুরু হবে। বিস্তারিত পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions)।

সভায় করোনাকালীন ১০ মাসের সেশনজট কমিয়ে আনার বিষয়ে দ্রুত বিশেষ একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহীত হয়।

আগামীনিউজ/সোহেল