জাল সনদে ১০ বছর ধরে শিক্ষকতা

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০৫:৪৮ পিএম
ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওঃ জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ১০ বছর ধরে জাল সনদ দেখিয়ে চাকরি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক হলেন জওগাঁও উচ্চ বিদ্যালয়ের কৃষি সহকারী শিক্ষক আবু মীর রায়হান।

জানা গেছে, আবু মীর রায়হান ওই বিদ্যালয়ে ০৫-০৭-২০১১ সালে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। এর প্রেক্ষিতে বিদ্যালয়ে গত ২১ মে ২০১৭ তারিখে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক খন্দকার আশরাফুল আলম পরিদর্শন করেন। তার পরিদর্শন তদন্ত প্রতিবেদনে সহকারী শিক্ষক (কৃষি) মীর রায়হানের নিবন্ধন সনদটি ভুয়া প্রমাণিত হয়।

ঠাকুরগাঁও ডিআইএ ৩৮৫-এস/রাজ ৩৯৯ এনটিআরসিএ কর্তৃক প্রদত্ত তথ্যের ভিত্তিতে নিবন্ধন সনদটি সঠিক নয় বলে এ প্রতিবেদনে জানানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আবু মীর রায়হানের সঙ্গে যোগাযোগ করলে তার কোনো পাত্তাই পাওয়া যায়নি।

এ বিষয়ে জওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনেশ্বর রায় বলেন, আমরা স্কুলে শিক্ষা মন্ত্রণালয় হতে একটি লিখিত মন্তব্য হাতে পেয়েছি আমরা এখন পর্যন্ত আবু মীর রায়হানের সঙ্গে যোগাযোগ করতে পারিনি তাকে পর পর ২টি মিটিংয়ে আসতে বলা হয়েছে সে অনুপস্থিত। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

আগামীনিউজ/নাসির