আগামী ১ জুলাই থেকে প্লেনের ভাড়া নির্ধারণ হবে টাকায়

নিজস্ব প্রতিবেদক মে ৪, ২০২৩, ০২:১৩ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে দেশে চলাচলকারী সকল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের ভাড়া বাংলাদেশি মুদ্রায় (টাকা) নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসিন্দা ফারহানার স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

এয়ারলাইন্স কোম্পানিগুলো যে দেশে ব্যবসা পরিচালনা করছে, সে দেশের মুদ্রায় টিকিট বিক্রি করবে। একইভাবে দেশি-বিদেশি সব ফ্লাইটে ভাড়া নির্ধারণ করা হবে বাংলাদেশি টাকায়।

ট্রাভেল ও টিকিটিং এজেন্সি বলছে, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্টরা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছিলেন। তাই যাত্রীদের স্বস্তি দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, আগে প্লেনের টিকিট কাটতে গেলে এয়ারলাইন্সগুলোর ওয়েবসাইটে ডলারে ভাড়া দেখাতো। ক্রেডিট কার্ড বা ব্যাংকের মাধ্যমে ডলারে ভাড়া প্রদান করতে হতো। তবে এখন আর সেই ঝামেলা থাকছে না।

বুইউ