৮ দিনের বন্ধের কবলে আখাউড়া স্থলবন্দর

নিজস্ব প্রতিবেদক মে ২২, ২০২০, ১১:৪৭ এএম
ছবি সংগৃহীত

ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ (২২ মে) থেকে ২৯ মে পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী নেতৃবৃন্দরা এমন সিদ্ধান্ত নিয়ে বিষয়টি ভারতীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের আগেই জানিয়ে দিয়েছেন।

আগামী ৩০ মে থেকে এ স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম ফের শুরু হবে। তবে লকডাউনের কারণে ভারতে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আসতে পারলেও স্বাভাবিক যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন।

তবে, সরকারি ছুটির দিন ছাড়া আখাউড়া স্থল শুল্কস্টেশন ও বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছেন কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।

আগামীনিউজ/মিজান