নারী শিল্পীকে গণধর্ষনের অভিযোগে মামলা, গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি অক্টোবর ১৬, ২০২১, ০৮:৫২ পিএম
ছবি: আগামী নিউজ

গাজীপুর: জেলার শ্রীপুরে এক নারী শিল্পীকে (ইউটিউব) গণধর্ষনের অভিযোগে মামলা দায়ের করেছে ওই ভুক্তভোগী।

শুক্রবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১০টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের বদলীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে দু’ধর্ষককে গ্রেফতার করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শনিবার (১৬ অক্টোবর) দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত একজনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

মামলায় আসামীরা হলেন উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলাই গ্রামের আবুল কালামের ছেলে গোলাপ মিয়া (৩৩) এবং শিমুলতলী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে কামরুজ্জামান (৪০)।

পুলিশ গোলাপ মিয়া ও কামরুজ্জামানকে রাতেই গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠিয়েছে।   

ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে ওই নারী শিল্পী তার বান্ধবীকে নিয়ে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে ভাগনীর জন্য পাত্র দেখতে আসেন। রাতে ফেরার পথে বলদীঘাট বাজারে পৌঁছালে আসামীরা তাদের সিএনজির গতিরোধ করে। আসামীরা তাদেরকে জোর করে বদলীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের একটি কক্ষে আটকে রাখে। পরে আসামীরা ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা তাদেরকে চলে ছেড়ে দেয়। বলদীঘাট বাজারে গিয়ে শ্রীপুর থানার টহল পুলিশকে ঘটনার বিস্তারিত জানালে পুলিশ রাতেই অভিযান চালিয়ে গোলাপ এবং কামরুজ্জামানকে গ্রেফতার করে।

ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আগামীনিউজ/ হাসান