চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা আগস্ট ১৫, ২০২৩, ১২:৩৪ পিএম

চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক। এছাড়াও দিনের কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও জীবনী নিয়ে আলোচনা সভা, দুস্থদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ এবং বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

জামান আখতার/বুইউ