সেই শিশুর সঙ্গে দারুণ মুহূর্ত কাটলেন এসপির

নিজস্ব প্রতিবেদক মার্চ ১, ২০২৩, ১১:০৩ পিএম

ছোট্ট শিশুপুত্রকে ভিক্ষুক নারীর কোলে রেখে মুহুর্তের মধ্যে মা উধাও হয়ে গেছেন। এমন শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে বিষয়টি লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের দৃষ্টিগোচর হয়।

বুধবার (১মার্চ) সন্ধ্যা সেই শিশুপুত্রকে কোলে নিয়ে দারুণ মুহুর্ত কাটলেন এসপি। একাধিক ছবি তুলে সামাজিক যোগাযোগ ব্যবস্থা ফেইসবুকে পোস্ট করে ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন পুলিশ সুপার মাহফুজ।

 

এর-আগে দুপুরে শহরের মজুপুর এলাকায় আধুনিক হাসপাতালের সামনে শিশুটিকে তার মা ৭০ বছরের বৃদ্ধা ভিক্ষুক সালমা বেগমের কোলে দিয়ে মুহুর্তে মধ্যে উধাও হয়ে যান।  তাত্ক্ষণিকভাবে খবর পেয়ে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। খুঁজতে থাকেন শিশুটির পরিচয়। পুলিশ আশপাশের লোকজনের সঙ্গেও কথা বলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুর পরিচয় মেলেনি। তবে পুলিশ শিশুটির পরিচয় সনাক্ত করতে সর্বোচ্চ কাজ করে যাচ্ছে।

শিশুটি বর্তমানে পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিনের তত্বাবধানে তার নিকটতম আত্মীয় কাছে আছে।

পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, শিশুটি দেখতে ফুটফুটে। একনজর দেখে শিশুটির প্রতি আমার মায়া জমে গেছে। তাকে কোলের নেওয়ার সঙ্গে-সঙ্গেই শিশুটি হেসে উঠে। ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ মাস হবে শিশুটির বয়স। কোন সম্রান্ত পরিবারের সন্তান। কি কারণে শিশুটিকে বৃদ্ধার কোলে রেখে ওই নারী পালিয়ে গেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্তে নেমেছে। ৭০ বছরের বৃদ্ধা একজন ভিক্ষুক, তার কোলে শিশুটিকে দেওয়ার সময় ওইনারী প্রকৃতির ডাকে সাড়া দিবেন বলে পালিয়ে যান। বর্তমানে শিশুটি কাউন্সিলর জসিম উদ্দিনের দায়িত্বে তার আত্নীয় কাছে রাখা হয়েছে। পুলিশ নজরদারিতে আছে।

এসময় পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. জহিরুল আলম, ১০নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদসহ প্রমুখ।

এসএস