মাতৃভাষা দিবস উপলক্ষে নাটোরে ব্যতিক্রমী পথ বইমেলা

জেলা প্রতিনিধি, নাটোর ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০২:১৮ পিএম

নাটোরঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় লেখকদের বইয়ের পরিচিতি ঘটাতে নাটোরে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমধর্মী পথ বইমেলা। 'লেখক পাঠক বই, একত্রিত হই' এই শ্লোগানকে সামনে রেখে নাটোরের একটি দৈনিক পত্রিকা ৫ম বারের মত এই পথ বইমেলার আয়োজন করে।

মঙ্গলবার সকালে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড চা চত্বর এলাকায় দিনব্যাপী পথ বইমেলায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান ও প্রখ্যাত কথা সাহিত্যিক ডা.জাকির তালুকদারসহ লেখক, পাঠক ও সুশীল সমাজের মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

আয়োজক দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুর রহমান সেলিম জানান, মেলায় নাটোরসহ আশেপাশের এলাকার শতাধিক লেখকের লেখা বই স্থান পায়। পাঠকদের উৎসাহ এবং কবি-সাহিত্যিকদের সম্মিলন ঘটাতেই তার এ আয়োজন।

আব্দুল মজিদ/বুইউ