হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা শিক্ষকের

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৩:৫১ পিএম

হবিগঞ্জঃ বগুড়ায় দুটি আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত চিত্রনায়ক হিরো আলম। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) ওই দুটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর এতে তার জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে নিজের নোহা গাড়ি উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রামের হাজী আব্দুল জব্বার জিএল একাডেমি অ্যান্ড হাই স্কুলের প্রিন্সিপাল এম. মুখলিছুর রহমান। বুধবার (১ ফেব্রুয়ারি) রাত ১টায় এম. মুখলিছুর রহমান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।  

মুখলিছুর রহমান বলেন, ‘আমি কখনও ফালতু ভিডিও করি না। আমি ওয়াদা করলাম হিরো আলমকে আমার নোয়া গাড়িটি উপহার দেব। তিনি উপনির্বাচনে পাস করুক আর হেরে যাক, যেটাই হোক বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে সিলেটের চুনারুঘাট এসে তিনি যেন গাড়িটি নিয়ে যান। ইতোমধ্যে আমি গাড়ির সকল কাগজপত্র তৈরি করে রেখেছি।’

তিনি আরও বলেন, ‘সিলেট হচ্ছে বাংলার দ্বিতীয় লন্ডন। তাই আমি সিলেটবাসীর সম্মান কোনোভাবেই নষ্ট করতে চাই না। সবাই আমার ভিডিওটি সেভ করে রাখেন, স্ক্রিনশর্ট দিয়ে রাখেন। আমি যে ওয়াদা করেছি তার বরখেলাপ হবে না। সেই সঙ্গে হিরো আলম নির্বাচনে জয়ী হবেন বলে শুভকামনা জানিয়েছেন তিনি।’

সবশেষে ওই শিক্ষক বলেন, ‘হিরো আলম একেবারে জিরো থেকে হিরো হয়েছেন। জীবনে অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন। তাই নিজের ব্যবহৃত ৬ লাখ টাকা দামের গাড়িটি তাকে উপহার দেব।’

আজ ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ দুই আসনে চলছে উপনির্বাচন। এ দুই আসনে সতন্ত্র প্রার্থী হিরো আলম। তবে প্রার্থিতা পেতে বেশ প্রতিবন্ধকতা পাড়ি দিতে হয়েছে তাকে। সব বাধা উতরে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি। সকাল সাড়ে আটটায় এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে ভোট প্রদান করে তিনি। এ সময় বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

বুইউ