নাটোরে ১৪৪ ধারা ভঙ্গ করে ভাংচুর, দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

জেলা প্রতিনিধি, নাটোর সেপ্টেম্বর ৪, ২০২২, ০৩:৪৭ পিএম

নাটোরঃ জেলার গুরুদাসপুর উপজেলার শ্রীপুর মধ্যপাড়া এলাকার ইলিয়াস মোল্লা সাথে নানার চাচাতো ভাই হাকিম কাজির দীর্ঘদিন থেকে বসতভিটা নিয়ে বিরোধ চলছিলো। ইলিয়াসের মা আদালতের আশ্রয় নিলে শৃঙ্খলা রক্ষা ও জমির পূর্বের অবস্থা বিদ্যমান রাখতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৪৪ধারা জারি করেন। কিন্তু ওহাকিম কাজি তা অমান্য করে টিউবয়েল ও চুলাসহ রান্নাঘর ভেঙ্গে ফেলে। শয়নঘরের সামনেও টিনের চালা উঠিয়ে গরু ছাগল বেধে অবরুদ্ধ করে। এমনকি ইলিয়াস পরিবারসহ বাড়ি ছেড়ে চলে না গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। শঙ্কা ও আতংক নিয়ে প্রায় শত বছরের বৃদ্ধা নানী, মা ও স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ইলিয়াস।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, ১৪৪ধারা নোটিশ জারি করা হয়েছে। আইন অমান্যকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আব্দুল মজিদ/এমএম