নৌকা ঘিরে নাগর নদ বাঁচানোর স্বপ্ন

দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া ( বগুড়া) : জুন ১, ২০২২, ০৭:১০ পিএম

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় প্রায় ৩০ বছর পর নাগর নদে ভাসল নৌকা ' নাগর তরী '। নাগরে নৌকা ভাসতে দেখে বাড়ছে নদ বাঁচানোর নতুন স্বপ্ন। মৃতপ্রায় নাগর নদ কে আগের রূপে ফিরে পেতে চায় নদীপ্রেমিকরা। নাগর নদে আর কখনও নৌকা ভাসবে,এমন ভাবাটাই যেন ছিল অলীক কল্পনা। দুপচাঁচিয়া থানা পুলিশের উদ্যোগে মৃতপ্রায় নাগর নদে নৌকা ভাসিয়ে নাগর কে উজ্জ্বীবিত করার প্রচেষ্টা কে পুলিশের একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করে এলাকাবাসী।

দুপচাঁচিয়া থানা পরিষদ সংলগ্ন নাগর তীরে ইতোমধ্যই ভিড় জমাতে শুরু করেছে বিভিন্ন বয়সের নারী পুরুষ। ক্ষণিকের জন্য হলেও নৌকায় চেপে নাগরের টিকে থাকা নিসর্গ অবলোকন করতে অনেক সময় ধরেে অপেক্ষায় থাকছে তারা। পালাক্রমে হাঁটুজলেই চলছে সেই নৌকা ' নাগর তরী '।

নাগর তীরে নৌকা ভ্রমন করতে আসা কয়েকজনের সাথে কথা হলে তারা আগামী নিউজ কে জানায়, নাগরে নৌকা ভাসতে দেখে মনে হচ্ছে মরতে বসা নাগর নদ আবার জেগে উঠেছে। নৌকা চলমান থাকুক নাগরের বুকে। এজন্য নদটি খনন করা একান্ত প্রয়োজন। তাছাড়া পানি জমিয়ে রাখতে স্লুইসগেট নির্মানও দরকার। সবচেয়ে বড় প্রয়োজন বালুদস্যূদের কবল থেকে নাগর কে মুক্ত করা। ৩০ বছর পর হলেও নাগরের বুকে নৌকা ভাসতে দেখে নদ বাঁচানোর স্বপ্নে আবারও আশায় বুক বেধেঁছি।

দুপচাঁচিয়া থানা পুলিশের উদ্যোগে সোমবার (৩০ মে) থানা পরিষদ চত্বর সংলগ্ন নাগর নদের তীরে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় নৌকা ভাসানো কার্যক্রমের।

এসএস