সিরাজগঞ্জে জমিজমার বিরোধে একজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ২৭, ২০২২, ১০:৩৪ পিএম
ছবিঃ আগামী নিউজ

সিরাজগঞ্জঃ  সিরাজগঞ্জের পৌর এলাকায়  মিরপুরে জমি জমার বিরোধে  দু'পক্ষের সংঘর্ষে মুলকাত (৬০) নামের একজন নিহত হয়েছে।  এ ঘটনায় আরো আহত অন্তত ১০-১২ জন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে মিরপুর মহল্লার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পাশে এ সংঘর্ষ ঘটে।

নিহত মুলকাত আলী মিরপুর মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে।

স্থানীয় ভাবে জানাযায়, মুলকাত আলী গংদের সাথে কাদের চেয়ারম্যানের (সাবেক) গংদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মুলকাত মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে শহরের আভিসিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক মুলকাতকে  মৃত ঘোষণা করেন। এঘটনায় উভয় পক্ষে মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এঘটনায় মুলকাত আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে। এঘটনায় এখনো লিখিত অভিযোগ পায়নি।

আগামীনিউজ/এসএস