ফুলবাড়ীর নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বার শপথ গ্রহণ

কুড়িগ্রাম প্রতিনিধি ডিসেম্বর ৩০, ২০২১, ০৫:৫৬ পিএম
ছবি: আগামী নিউজ

কুড়িগ্রাম: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সংরক্ষিত সদস্য এবং সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার জেলা প্রশাসক হলরুমে  বেলা তিনটায় নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব মোঃ রেজাউল করিম। 

এ সময় বক্তব্য রাখেন উপ-পরিচালক, স্থানীয় সরকার জনাব মোছাঃ জিলুফা সুলতানা। পরে বেলা ৪ টায় ফুলবাড়ী ডিগ্রী কলেজে হল রুমে ৭২ জন নবনির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণক সদস্যকে শপথ বাক্য পাঠ করান ফুলবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমন দাস। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, সহকারী কমিশনার ভূমি বিমল চাকমা, বড়ভিটা, ভাঙ্গামোড়, কাশিপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার কৃষ্ণ মোহন হালদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজুসহ আরও অনেকে।

আগামীনিউজ/ হাসান