ময়লার স্তূপে পড়েছিল পায়ের খন্ডিত অংশ

নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০২১, ০১:১৯ পিএম
ছবি: আগামী নিউজ

ঢাকা: সাভারের আশুলিয়ায় সড়কের পাশের ময়লার স্তূপ থেকে পলিথিনে মোড়ানো মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরশিংহপুরের সরকার মার্কেট এলাকা পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে কাজের জন্য কারখানায় যাওয়ার সময় পলিথিনে মোড়ানো পা দেখতে পায় বেশ কয়েকজন শ্রমিক। পরে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পলিথিন বের করে পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করে নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, সকালে সড়কের পাশে একটি খণ্ডিত পা দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করে জানায় স্থানীয়রা। পরে সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থল গিয়ে পায়ের খণ্ডিত অংশটি উদ্ধার করা হয়। ডিএনএ টেস্টের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

এসআই ইকবাল জানান, আমাদের কাছে এখন পর্যন্ত পা খণ্ডিত কোনো মরদেহের খবর নেই। আমারা সন্ধান চালাচ্ছি। প্রাথমিকভাবে খণ্ডিত পাটি একজন পুরুষের বলে মনে হচ্ছে।

আগামীনিউজ/ হাসান