ইটভাটায় জ্বালানি কাঠ ও কৃষি জমি মাটি ব্যবহার করায় জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি নভেম্বর ২৩, ২০২১, ০৬:১৮ পিএম
ছবি: আগামী নিউজ

লক্ষ্মীপুর: সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের ফাতেমা ইট ভাটায় জ্বালানি কাঠ ও কৃষি জমির মাটি ব্যবহার করায় ভ্রাম্যমান আদালত ২ লাখ টাকা জরিমানা আদায় করে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে নিবাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার এই রায় প্রদান করে।

উপজেলা প্রশাসক সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত ফাতেমা ইট ভাটায় অভিযান চালায়। এসময় ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার ও কৃষি জমি মাটি ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার জানান, পরিবেশ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহযোগীতায় এই অভিযান চালানো হয়েছে। ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ও কৃষিজমির মাটি ইটের কাঁচামাল হিসাবে ব্যবহার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

আগামীনিউজ/ হাসান